Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গণমাধ্যমের প্রতি স্পিকারের আহবান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০১, ২৭ ডিসেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গণমাধ্যমের প্রতি স্পিকারের আহবান

ঢাকা : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গণতান্ত্রিক চর্চা সমুন্নত রাখার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় দায়িত্বশীল,বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান পরিবেশন করতে গণমাধ্যমের প্রতি আহবান জানিয়েছেন।

তিনি বুধবার বৈশাখী টিভির এক যুগ পূর্তি উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় এ আহবান জানান।

স্পিকার বৈশাখী টিভির ব্যবস্থাপনার সাথে জড়িত মালিক ও কলাকুশলীসহ সকল শুভানুধ্যায়ীদেরকে শুভেচ্ছা জানিয়ে বৈশাখী টিভির অগ্রযাত্রা কামনা করেন।

এর আগে স্পিকার বৈশাখী টিভির এক যুগ পূর্তি উপলক্ষ্যে কেক কেটে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।

এসময় অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ হারুনার রশিদ, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সরোয়ার, বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদক টিপু আলম মিলন, বার্তা প্রধান অশোক চৌধুরী, ডেইলি সানের ভারপ্রাপ্ত সম্পাদক এনামুল হক চৌধুরী ও বৈশাখী টিভির উচ্চ পদস্থ কর্মকর্তা এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।-বাসস

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer