Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৪ ১৪৩১, বুধবার ০৮ মে ২০২৪

ফেসবুক পেজ পরিচালকদের পরিচয় যাচাই করবে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৭, ৭ এপ্রিল ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ফেসবুক পেজ পরিচালকদের পরিচয় যাচাই করবে

ঢাকা : ভুয়া খবর ও অপপ্রচার রোধে ফেসবুকের জনপ্রিয় পেজের পরিচালকদের পরিচয় যাচাই করবে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এজন্য পেজ পরিচালকদের পরিচয় নিশ্চিত করতে বলেছে ফেসবুক।

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ বলেন, ফেসবুকের বেশি ফলোয়ারের পেজের পরিচালকদের তথ্য যাচাই করা হবে। যারা তাদের তথ্য নিশ্চিত করবেন না সেসব পেজের পোস্ট বন্ধ করা হবে। নিজের পরিচয় গোপন করে যারা পেজ পরিচালনা করে তাদের ধরতে আমরা এ পদক্ষেপ নিয়েছি।

রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ন্ত্রণের নীতিমালায় সমর্থন দেওয়ার কথাও বলেছেন জুকারবার্গ। তিনি বলেন, এটি বাস্তবায়ন করতে গেলে বিজ্ঞাপনের উৎস্য সম্পর্কে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আরও বেশি তথ্য সংগ্রহ করতে হবে।

জুকারবার্গ বলেন, যে কোনো প্লাটফর্মের চেয়ে নির্বাচনে হস্তক্ষেপ একটি বড় সমস্যা। এজন্য আমরা ‘অনেস্ট অ্যাড অ্যাক্ট’-এ সমর্থন জানিয়েছি। আশা করছি এটি সকল রাজনৈতিক বিজ্ঞাপনের বাধা দূর করবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer