Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

প্রধানমন্ত্রী ভুটানে পৌঁছেছেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৮, ১৮ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

প্রধানমন্ত্রী ভুটানে পৌঁছেছেন

ঢাকা :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সফরে ভুটানে পৌঁছেছেন। মঙ্গলবার প্রধানমন্ত্রীকে বহনকারী দ্রুক এয়ারের বিমানটি ভুটানের পারো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।

মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ছাড়াও উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হতে যাওয়া `ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্ট ডিজঅর্ডার্স`-এ যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর ভুটান সফরকালে বাংলাদেশের সঙ্গে ছয়টি চুক্তি স্বাক্ষর হবে বলে ধারণা করা হচ্ছে।

 

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক এমপি, সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।

প্রধানমন্ত্রী ২০ এপ্রিল দেশে ফিরবেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer