Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

নিম্নচাপের প্রভাব কেটে গেছে, বাড়বে শীত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৬, ১২ ডিসেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নিম্নচাপের প্রভাব কেটে গেছে, বাড়বে শীত

ঢাকা : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব কেটে গেছে। তিন দিনের বৃষ্টির পর মেঘও সরে যাচ্ছে। এখন শীতের তীব্রতা বাড়তে শুরু করবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি আরও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে।

এর প্রভাবে সোমবারও দেশের অনেক স্থানে বৃষ্টি হয়েছে। ফলে সোমবার সারা দেশের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। মঙ্গলবার দেশের অধিকাংশ স্থানে এই অবস্থার পরিবর্তন হবে। এসব স্থানে আজ রোদের দেখা পাওয়া যাবে।

তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কোনো জায়গায় মঙ্গলবারও কিছু হালকা বৃষ্টি হতে পারে। দেশের অনেক স্থানে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকবে। এরই মধ্যে শীত পড়তে শুরু করবে।

সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে রাজধানী ঢাকায় তা ছিল ২১ দশমিক ৩ ডিগ্রি।

লঘুচাপের প্রভাব কমে যাওয়ায় দেশের সমুদ্রবন্দর এবং নৌবন্দরগুলোর সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer