Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৪ ১৪৩১, বৃহস্পতিবার ০৯ মে ২০২৪

নিউ মার্কেট এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৪, ২২ জুলাই ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নিউ মার্কেট এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত কলেজ শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা, গুলির প্রতিবাদে এবং ১২শ` শিক্ষার্থীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ ৭ দফা দাবিতে নিউ মার্কেট এলাকায় সড়ক অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

শনিবার বেলা ১১টা থেকে তারা নিউ মার্কেট ক্রসিং ও নীলক্ষেতে সড়ক অবরোধ করে। এর আগে গত বৃহস্পতিবার পরীক্ষার রুটিনসহ সাত দফা দাবিতে শাহবাগে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

এসময় পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। পরে ওই দিন রাতে পুলিশের দায়িত্বে বাধা দেয়ার অভিযোগে অজ্ঞাত ১২শ` শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।

আন্দোলনে অংশ নেন ঢাবির অধিভুক্ত ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থীরা।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতার মাধ্যমে সড়ক খুলে দেয়ার চেষ্টা চলছে। 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer