Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

নারীদের জন্য আসছে মোটরসাইকেল সার্ভিস ‘পিংক স্যাম’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩২, ৩ ডিসেম্বর ২০১৭

আপডেট: ০২:৪৮, ৪ ডিসেম্বর ২০১৭

প্রিন্ট:

নারীদের জন্য আসছে মোটরসাইকেল সার্ভিস ‘পিংক স্যাম’

ছবি : সংগৃহীত

ঢাকা : পাঠাও বা উবারে দুটোতেই হয়তো নারীরা যাতায়াত করতে পারে। তবে নারীদের জন্য এই দুই অ্যাপ কতটুকু নিরাপত্তা দিতে পারবে তা হয়তো জানা নেই।

অনেক ক্ষেত্রেই এই দুই অ্যাপ ব্যবহার করে নারীদের হয়রানির স্বীকার হতে হয়েছে। অনেকসময় কোনো জায়গায় দ্রুত যাওয়ার জন্য আরামদায়ক ও সহজলভ্য হিসেবে উবার বা পাঠাওয়ের সহযোগীতা নেই, কিন্তু অনেক নারীকেই পুরুষ চালকের হাতে হেনস্থা হতে হয়। এতে উবার বা পাঠাও সার্ভিসে অনিচ্ছা এসে গেছে অনেক নারীরই।

তবে আর যেন এ সমস্যায় পড়তে না হয়, তাই নারীদের জন্য এসেছে নতুন বাইক শেয়ারিং অ্যাপ `পিংক স্যাম`। যেখানে নারীই চালক, নারীই যাত্রী। এই সেবা নেয়ার জন্য স্যাম কর্তৃপক্ষ এরইমধ্যে রেজিস্ট্রেশন শুরু করে দিয়েছে।

প্রায় ৭ শতাধিক নারী তাদের বাইক রেজিস্ট্রেশন করার জন্য আবেদন করেছেন। তাদের মধ্যে যারা শেষ পর্যন্ত থাকছেন তাদেরকে নভেম্বরের শেষের দিক থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে স্যাম। আর ডিসেম্বরের শুরুতেই পিংক-স্যাম ঢাকায় সার্ভিস দেওয়া শুরু করবে বলে জানান তিনি।

পিংক স্যামে বাইক রেজিস্ট্রেশন করতে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে স্যাম বাইকার অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। এরপর ‘Don’t have an account?’ অপশনে গিয়ে পরবর্তী ধাপগুলো অনুসরণ করতে হবে।

পিংক-স্যাম অ্যাপের ভাড়াও স্যামের রাইডের সমান। প্রথম তিন কিলোমিটারে ভাড়া ৬০ টাকা। প্রতি কিলোমিটার ১২ টাকা। প্রতি মিনিট ৫০ পয়সা ভাড়া গুনতে হবে যাত্রীদের। ই-ওয়ালেট কিংবা নগদ অর্থে ভাড়া পরিশোধ করা যাবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer