Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৪ ১৪৩১, বুধবার ০৮ মে ২০২৪

নদ-নদীর ৩৪টি পয়েন্টে পানি হ্রাস, ৫৩টি পয়েন্টে বৃদ্ধি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৭, ১০ আগস্ট ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নদ-নদীর ৩৪টি পয়েন্টে পানি হ্রাস, ৫৩টি পয়েন্টে বৃদ্ধি

ঢাকা  : বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ৩৪ নদ-নদীর ৩৪টি পয়েন্টে পানি হ্রাস পেয়েছে, ৫৩টি পয়েন্টে বৃদ্ধি পেয়েছে এবং ৩টি পয়েন্টে পানি প্রবাহ অপরিবর্তিত রয়েছে।

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নদ-নদীর ৯০টি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ২টি পয়েন্টে পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ব্রহ্মপুত্র-যমুনা, পদ্মা ও গঙ্গা এবং সুরমা নদীসমুহের পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে।

ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা ও পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে এবং আগামী ৭২ ঘন্টায় অব্যাহত থাকতে পারে।

আগামী ২৪ ঘন্টায় সুরমা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে, অপরদিকে কুশিয়ারা নদীর পানি সমতলে হ্রাস অব্যাহত থাকতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে আজ সকাল ৯ পর্যন্ত গত ২৪ ঘন্টায় ডালিয়া ১৬৪মি.লি. পঞ্চগড় ১৩৮ দশমিক ৫মি.ল., গাইবান্ধ্যা১১৫ মি.লি. এবং টেকনাফে ১১২ দশমিক ২ মি.লি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer