Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

দ্বিতীয় পর্যায়ে শুরু সাঁওতালদের ধান কাটা

গাইবান্ধা সংবাদদাতা

প্রকাশিত: ১৫:৩৯, ৩ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

দ্বিতীয় পর্যায়ে শুরু সাঁওতালদের ধান কাটা

গাইবান্ধা : গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে সাঁওতালদের চাষ করা রোপা আমন ধান দ্বিতীয় পর্যায়ে কাটা শুরু করেছে রংপুর চিনিকল কর্তৃপক্ষ। শনিবার সকালে দ্বিতীয় দফায় রংপুর চিনিকল (রচিক) কর্তৃপক্ষ ধান কাটা শুরু করে।

এর আগে উচ্চ আদালতের নির্দেশে গত ২৪ নভেম্বর প্রথম পর্যায়ে ধান কাটা শুরু করে চিনিকল কর্তৃপক্ষ। ২৮ নভেম্বর পর্যন্ত পাঁচ দিনে প্রায় ৩০ একর জমির ধান কেটে দুই মণ ওজনের ৩৯৭ বস্তা ধান সাঁওতালদের বুঝিয়ে দিয়েছে চিনিকল কর্তৃপক্ষ।

রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করে জানান, কাটার উপযোগী হওয়ায় দ্বিতীয় দফায় ধান কাটা মেশিন ও চিনিকলের শতাধিক শ্রমিকের স্বেচ্ছাশ্রমে ধান কাটা শুরু হয়েছে।

ধান কাটা ও মাড়াই করার পর বস্তায় ভরে সন্ধ্যার মধ্যে সাঁওতালদের বুঝিয়ে দেওয়া হবে। 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer