Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

দিল্লীতে কড়া নিরাপত্তা : বিকেল বাজপেয়ীর শেষকৃত্য

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৮, ১৭ আগস্ট ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

দিল্লীতে কড়া নিরাপত্তা : বিকেল বাজপেয়ীর শেষকৃত্য

ছবি- সংগৃহীত

ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে বৃহস্পতিবার রাত থেকেই হাজির হন দলের নেতা থেকে শুরু করে অন্যান্য গণ্যমান্য ব্যক্তিত্বরাও৷

শুক্রবার সকাল ৯টা নাগাদ তাঁর দেহ দিনদয়াল উপাধ্যায় মার্গের বিজেপির সদর দফতরে নিয়ে যাওয়া হয়৷ দুপুর ১.৩০মিনিট নাগাদ স্মৃতি স্থলের উদ্দেশ্যে শেষযাত্রা শুরু হবে৷ ইতিমধ্যেই লক্ষাধিক মানুষের ভিড় উপচে পড়ছে তাদের প্রিয় নেতাকে শেষবারের জন্য দেখার আশায়৷

দিল্লী পুলিশের পক্ষ থেকে ট্রাফিক অ্যাডভাইসরিও দিয়ে দেওয়া হয়েছে আগেই৷ এতে জানানো হয়েছে, বেশ কিছু রাস্তা বন্ধ করে ট্রাফিক ডাইভার্ট করা হয়েছে৷ এছাড়া দিল্লি সরকার শুক্রবার সব সরকারি দফতর, স্কুল এবং বাজারও প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে সম্মানে বন্ধ রাখার কথা ঘোষণা করে৷

শুক্রবার সকাল আট টা থেকে কৃষ্ণ মেনন মার্গ, সুনেহরি বাগ রোড, তুঘলক রোড, আকবর রোড, তিস জানুয়ারি মার্গ, মান সিং রোড, ভগবান দাস রোড, শাহজাহান রোড, এবং সিকন্দ্রা রোডে সাধারণের প্রবেশ বন্ধ রেখেছে৷

ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিডিইউ মার্গ, আইপি মার্গ, বিএসজি মার্গ(তিলক ব্রিজ থেকে দিল্লি গেট), জেএলএন মার্গ(রাজঘাট থেকে দিল্লি গেট) বন্ধ থাকবে৷ বিকেল ৪ টা নাগাদ স্মৃতি স্থলে বাজপেয়ীর শেষকৃত্য সম্পন্ন হবে৷

বাজপেয়ীর শেষযাত্রায় বহু নেতা, লক্ষ লক্ষ মানুষের সমাগমের কথা মাথায় রেখেই বিশেষ ব্যবস্থা গ্রহম করেছে পুলিশ৷ এছাড়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশের সরকারি প্রতিনিধিরাও শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন বলে জানা গেছে৷

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer