Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

তারেক ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন:সংসদে প্রতিমন্ত্রীর চ্যালেঞ্জ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৫, ২৪ জুন ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

তারেক ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন:সংসদে প্রতিমন্ত্রীর চ্যালেঞ্জ

ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাংলাদেশি পাসপোর্ট স্যারেন্ডার করে নাগরিকত্ব বর্জন করেছেন এবং ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন।রোববার জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

শাহরিয়ার আলম বলেন, তারেক রহমান বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন, তার অনেক প্রমাণ রয়েছে। সম্প্রতি একটি ব্রিটিশ কোম্পানির ডিরেক্টর হিসেবে তার নাম উল্লেখ রয়েছে। সেখানে নাগরিকত্ব উল্লেখ করা হয়েছে ‘ব্রিটিশ’। যদিও চার মাস পর তা তুলে বদল করে ‘বাংলাদেশি’ উল্লেখ করা হয়। উইকিলিকসসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান এটি প্রকাশ করেছে।

শাহরিয়ার আলম বলেন, বিএনপির পক্ষ থেকে অর্থমন্ত্রীর একটি ভিডিও এডিট করে প্রবাসীদের ভুল বুঝিয়ে বলা হচ্ছে, অর্থমন্ত্রী নাকি প্রবাসীদের আয়ের ওপর বেশি ট্যাক্স আরোপ করেছেন। যে ভিডিওটি পুরো ভুয়া। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer