Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ঢাবির ফার্সী ভাষা ও গবেষণা কার্যক্রমে ইরানী রাষ্ট্রদূতের আগ্রহ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৯, ১৮ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ঢাবির ফার্সী ভাষা ও গবেষণা কার্যক্রমে ইরানী রাষ্ট্রদূতের আগ্রহ

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ফার্সী ভাষা ও সাহিত্য সংক্রান্ত শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভায়েজী দেহনাভী।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ আগ্রহ ব্যক্ত করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্সী ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুস সবুর খান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

তারা ইরানি মহাকবি হাকিম আবুল কাসেম ফেরদৌসির জীবন ও কর্ম নিয়েও আলোচনা করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer