Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ডিএসইর সূচক ৫ হাজার ৪৭৭ পয়েন্টে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৪, ১৬ জানুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ডিএসইর সূচক ৫ হাজার ৪৭৭ পয়েন্টে

ঢাকা : আগের দিনগুলোর ধারাবাহিতকায় সোমবার দিনভর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষ হয়েছে। দিনশেষে ডিএসইর সূচক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৭ পয়েন্ট। পাশাপাশি বেড়েছে লেনদেন ও বাজার মূলধন।

সোমবার ডিএসইতে ৬৭ কোটি ২৯ লাখ ৬৬ হাজার ৬৬৮৭টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমাণ ১ হাজার ৮৫৬ কোটি ৫২ লাখ ৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৬৫৯ কোটি ৮ লাখ ৭ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৫১৬ কোটি ৮৩ লাখ ৭০ হাজার টাকার।

এদিন ডিএসই ব্রড ইনডেক্স ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৫৫.০৭ পয়েন্ট বেড়ে ৫৪৭৭.৮৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১০.৪১ পয়েন্ট বেড়ে ১৯৪৪.৪৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ডিএসইএস ৬.৩৩ পয়েন্ট বেড়ে ১২৬০.৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৯ টির, কমেছে ১৭০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯ টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে টাকার অংকে প্রধান ১০টি কোম্পানি হলো : বেক্সিমকো লিঃ, বারাকা পাওয়ার, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক, ইফাদ অটোস, ইসলামি ব্যাংক, এক্সিম ব্যাংক, অ্যাপোলো ইস্পাত, সিএনটেক্স ও সেন্ট্রাল ফার্মা।

বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি : বিডি অটোকারস, বারাকা পাওয়ার, এক্সিম ব্যাংক, ইসলামি ব্যাংক, সেন্ট্রাল ফার্মা, যমুনা ব্যাংক, আইসিবি এএমসিএল ২য়, ইস্টার্ন ইন্সুরেন্স, ফিনিক্স ইন্সুরেন্স ও ফু-ওয়াং সিরামিকস।

অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি : সিএপিএম বিডিবিএল, মডার্ন ডাইং, ন্যাশনাল টিউবস, কে এন্ড কিউ, ন্যাশনাল টি কোম্পানি, ফাইন ফুডস, অগ্রণী ইন্সুরেন্স, সেন্ট্রাল ইন্সুরেন্স, গ্রীন ডেল্টা ও এমারেল্ড অয়েল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer