Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

জাতীয় শোক দিবসে শিশু একাডেমীর ১৫ দিনব্যাপী কর্মসূচি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৯, ৩১ জুলাই ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

জাতীয় শোক দিবসে শিশু একাডেমীর ১৫ দিনব্যাপী কর্মসূচি

ঢাকা : বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত ১৫ দিনব্যাপী জাতীয় শোক দিবস পালনের কর্মসূচি গ্রহণ করেছে।

সোমবার বিকেল সাড়ে ৪টায় একাডেমী চত্বরে শেখ রাসেল মুক্তমঞ্চে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্র ও পুস্তক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন।

বাংলাদেশ শিশু একাডেমীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer