Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৪ ১৪৩১, বুধবার ০৮ মে ২০২৪

‘গ্যালারি বন্দি’ হয়ে খেলা দেখতে পারবে সৌদি নারীরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩৬, ১২ জানুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ১৩ জানুয়ারি ২০১৮

প্রিন্ট:

‘গ্যালারি বন্দি’ হয়ে খেলা দেখতে পারবে সৌদি নারীরা

ঢাকা : অনুমতি মিলেছে, তবে স্টেডিয়ামের গ্যালারি ‘বন্দি’ হয়ে খেলা দেখতে হবে সৌদি নারীদের। পুরুষশূন্য আলাদা গ্যালারির তথাকথিত ‘পারিবারিক সেকশনে’ সবাইকে থাকতে বলা হয়েছে।

শুক্রবার সৌদি সরকারের পক্ষ থেকে এই অনুমতির ঘোষণা দেয়া হয়।

সৌদি সরকার বলছে, তাদের সামাজিক সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে নারীদের ‘বড় ধরনের অধিকার’ দিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাজধানীর স্টেডিয়ামে নারীদের জন্য খোলা হয়েছে ‘পারিবারিক বিভাগ’।

তবে সেখানে মহিলাদের জন্য থাকবে আলাদা বিশ্রামকক্ষও। রিয়াদের জাতীয় স্টেডিয়ামে শনিবার সকাল থেকে নারীরা মাঠে যেতে পারবেন। সৌদিতে গত কয়েক বছরে নারী অধিকার রক্ষার কর্মকাণ্ড গতিশীল হয়েছে। এখন তারা গাড়িও চালাতে পারেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটির সমাজব্যবস্থাকে আধুনিক করতে ও অর্থনীতিকে গতিশীল করতে বিভিন্ন পরিবর্তন আনার চেষ্টা করছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer