Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

গাড়ি চুরি করে ১৩০০ কিলোমিটার পাড়ি দিল কিশোর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৬, ২৪ এপ্রিল ২০১৭

আপডেট: ১২:৫৬, ২৪ এপ্রিল ২০১৭

প্রিন্ট:

গাড়ি চুরি করে ১৩০০ কিলোমিটার পাড়ি দিল কিশোর

ঢাকা : একা একা ১,৩০০ কিলোমিটার গাড়ি চালানোর পর ১২ বছর বয়সী এক কিশোরকে থামিয়েছে অস্ট্রেলিয়ার পুলিশ।

নিউ সাউথ ওয়েলসের জনশূন্য এলাকা দিয়ে গাড়ি চালিয়ে যাবার সময় তার গাড়ির ঝোলানো বাম্পার দেখে গাড়িটি থামায় পুলিশের টহল দল।

পুলিশ বলছে, নিউ সাউথ ওয়েলসের কেন্ডাল থেকে ৪,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে যাবার চেষ্টা করছিল কিশোরটি। তাকে গ্রেপ্তার করে ব্রোকেন হিল থানায় নিয়ে যাওয়া হয়।

কিশোরটির মা-বাবা পুলিশের কাছে আগেই জানিয়েছিল যে তাদের ছেলে নিখোঁজ। রোববার তারা এসে কিশোরটিকে নিয়ে যায়।"সে তার বাসার গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছিল" পুলিশ কর্মকর্তা কিম ফেহন অস্ট্রেলিয়ার গণমাধ্যমকে বলেন।

"তার মা-বাবা সে চলে যাবার পরপরই তাকে নিখোঁজ হিসেবে তাকে পুলিশের কাছে জানিয়েছিল। ছেলেকে খুঁজছিল তারা"।

একা এবং সবার দৃষ্টি এড়িয়ে কিশোরটি কীভাবে এতটা পথ পাড়ি দিল তা এখনো স্পষ্ট নয়। দীর্ঘ যাত্রাপথে সে নিউ সাউথ ওয়েলসের প্রত্যন্ত এবং প্রতিকূল এলাকা পাড়ি দিয়েছে।

নিউ সাউথ ওয়েলসের একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, কিশোরটির বিরুদ্ধে কিশোর অপরাধী হিসেবে অভিযোগ আনার সম্ভাবনা রয়েছে। বিবিসি বাংলা

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer