Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

কারাগারে পত্রিকাও পড়তে দেয়া হচ্ছে না নওয়াজকে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৮, ১৭ জুলাই ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কারাগারে পত্রিকাও পড়তে দেয়া হচ্ছে না নওয়াজকে

ঢাকা : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে কারাগারে খারাপ আচরণ করা হচ্ছে বলে দাবি করেছেন তার ভাই শাহবাজ শরীফ। তিনি দাবি করেন, একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ যেসব সুযোগ-সুবিধা পাওয়ার কথা, তা থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। তাকে দৈনিক পত্রিকাও পড়তে দেয়া হচ্ছে না।

কারাগারে নওয়াজ শরীফের জন্য আরো উন্নত সুযোগ-সুবিধার দাবিতে পাকিস্তান মুসলিম লীগের-নওয়াজ সভাপতি শাহবাজ শরীফ সোমবার দেশটির সরকারকে একটি চিঠি লিখেছেন। পাক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান সাবেক বিচারপতি নাসিরুল মুলক ও পাঞ্জাবের তত্ত্বাবধায়ক প্রধান হাসান আশকারি রিজভীর মনোযোগ আকর্ষণ করে লেখা হয়েছে ওই চিঠিটি।

রাওয়ালপিন্ডির আদেইলা কারাগারে নওয়াজ শরীফ নিস্তেজ হয়ে পড়েছেন এবং তার অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে বলে চিঠিতে বলা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer