Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০০, ১৬ ডিসেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

ফাইল ছবি

ঢাকা : একদিনের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে কেজিতে ৫-১০ টাকা কমেছে পেঁয়াজের দাম। আগামী দু`একদিনের মধ্যে দাম আরো কমে আসবে।

চলতি বছরের মাঝামাঝি থেকেই পেঁয়াজের ঝাঁজে বাজার গরম। পাইকারি পর্যায়ে ৩০ টাকা থেকে বেড়ে একদিন আগেও প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১১০ টাকায়। আর ২৫ টাকা কেজি থেকে ভারতীয় পেঁয়াজের দর উঠে সর্বোচ্চ ৭০ থেকে ৭২ টাকা। তবে নিয়ন্ত্রণহীন বাজারে এবার কিছুটা কমেছে সবধরনের পেঁয়াজের দাম। হেরফের নেই রসুন ও আদার দামে।

স্বস্তির খবর নেই চালের বাজারেও। মিনিকেট, নাজিরশাইল, ব্রি-২৮, গুটিস্বর্ণাসহ প্রায় সব ধরনের দেশি চাল বিক্রি হচ্ছে গেল সপ্তাহের বাড়তি দামেই। কেজিতে ২ টাকা পর্যন্ত বেড়েছে আমদানি করা চালের দাম।

ডালের বাজারে কেজিতে ৪-৫ টাকা বেড়েছে দেশি মসুরের। তবে অপরিবর্তিত রয়েছে বুট, খেসারি ও মুগ`সহ অন্যান্য ডালের দাম। স্থিতিশীল ভোজ্যতেলের দরও।

পাইকারি বাজারে জিরা , লবঙ্গ , এলাচসহ সব ধরনের মসলার দাম অপরিবর্তিত আছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer