Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

এবার ভ্যাটের আওতায় আসছে উবার, পাঠাও

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৩, ৮ জুন ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

এবার ভ্যাটের আওতায় আসছে উবার, পাঠাও

ঢাকা : উবার ও পাঠাও-সহ ডিজিটাল যাত্রীসেবা প্রতিষ্ঠানগুলোকে ভ্যাটের আওতায় নিয়ে আসার পরিকল্পনা করেছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের এক বার্তায় বৃহস্পতিবার এমনটি জানা গেছে।

বোর্ডের মতে, নগরীর অংশগ্রহণমূলক যাত্রীসেবা প্রতিষ্ঠানগুলোর সেবার ওপর পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপের কথা ভাবা হচ্ছে।এক নির্দেশে বোর্ড জানায়, গত এক বছরে নগরীতে দ্রুত জনপ্রিয় হয়ে যাওয়া যাত্রীসেবা প্রতিষ্ঠানগুলোর যাত্রীদের পাঁচ শতাংশ ভ্যাট দিতে হবে।

এমন নির্দেশের প্রতিক্রিয়া জানাতে গিয়ে পাঠাও এর প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন এম ইলিয়াস বলেন, সরকারের এমন সিদ্ধান্তে আমরা বেশ অবাক হয়েছি। এর ফলে যাত্রীদের জন্যে এই সেবা ব্যয়বহুল হয়ে যাবে। কেননা মূল্য সংযোজন কর সেবা গ্রহণকারীদেরকেই দিতে হবে।

ভ্যাট আরোপের সিদ্ধান্তটি সরকারের ডিজিটাল সেবাশিল্পের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন তিনি।দেশে ২০টির মতো অংশগ্রহণমূলক যাত্রীসেবা প্রতিষ্ঠান রয়েছে। সেগুলোর মধ্যে উবার এবং পাঠাও বেশি পরিচিত।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer