Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

এতিম রোহিঙ্গা শিশুদের তালিকা করছে সরকার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১২, ২৫ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

এতিম রোহিঙ্গা শিশুদের তালিকা করছে সরকার

ছবি: সংগৃহীত

ঢাকা : বাবা-মা হারানো রোহিঙ্গা শিশুদের তালিকা তৈরি করছে সরকার। টানা দুই সপ্তাহ এ তালিকাভুক্তির কাজ চলবে।

এ কারণে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের টিম বর্তমানে উখিয়া, টেকনাফ ও বান্দরবানের রোহিঙ্গা ক্যাম্পে কাজ করছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই এতিম শিশুদের তালিকা প্রণয়নের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোখলেছুর রহমানকে প্রধান সমন্বয়ক করা হয়েছে। আর তিনজন উপপরিচালককে সমন্বয়ক করা হয়েছে।

এ ছাড়াও কক্সবাজার ও চট্টগ্রামের ৩৮ জন কর্মকর্তা-কর্মচারীর নেতৃত্বে ৫টি টিম গঠন করা হয়েছে। এসব টিম আলাদা-আলাদাভাবে রোহিঙ্গা শিবিরগুলোতে গিয়ে তথ্য সংগ্রহ করার কাজ শুরু করছেন। নির্ধারিত ফরমে প্রায় ৬০ ধরনের তথ্য লিপিবদ্ধ করা হবে।

সূত্র আরো জানায়, রোহিঙ্গা শিবিরে যেসব সরকারি-বেসরকারি সংস্থা কাজ করছে তাদের কাছ থেকে শিশুর তথ্য নেওয়া হবে। স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে যাচাই-বাছাই করা হবে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer