Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

‘এই ম্যাচের শিক্ষাটাই পরবর্তী ম্যাচে তাগাদা জোগাবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৪, ২৪ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘এই ম্যাচের শিক্ষাটাই পরবর্তী ম্যাচে তাগাদা জোগাবে’

চট্টগ্রাম : হার তো হারই। কিন্তু এই হারের মধ্যেও অনেক কিছু খুঁজে পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। আমরা প্রায় ১৫ মাস পর টেস্ট খেলতে নেমেছি। সবাই আমাদের দিকে তাকিয়ে ছিল।

এটা আমাদের জন্য খুব বড় চ্যালেঞ্জ ছিল। তবে আমরা চারদিন ধরে ইংল্যান্ডের সঙ্গে সমানে সমান খেলে প্রমাণ করতে পেরেছি দীর্ঘ বিরতির পরেও আমরা খুব ভালো খেলতে পারি।

’মুশফিক জানান, ‘আমরা প্রায় ১৫ মাস পর টেস্ট খেলতে নেমেছি। এর মধ্যেই ইংল্যান্ড অনেকগুলো টেস্ট খেলে ফেলেছে। আমি যে ৪৯টা টেস্ট খেলেছি প্রত্যেকটাতেই খেলতে নামলে মনে হয়েছে আজই আমার অভিষেক। সবকিছু নতুন করে শুরু করতে হয়। মনোযোগটা ওভাবে তৈরি করতে হয়।’

তবে বাংলাদেশ অধিনায়ক আশার আলো দেখছেন আগামী বছরে বাংলাদেশের ব্যস্ত টেস্ট সূচির কল্যাণে।হেরে যাওয়ায় স্বাভাবিকভাবে খারাপ লাগছে বলে বাংলাদেশ অধিনায়ক এরপরেই জানান, ‘এই ম্যাচের শিক্ষাটাই পরবর্তী ম্যাচে আমাদের ভালো খেলার তাগাদা জোগাবে।’

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer