Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

উন্নয়ন কাজের গুণগতমান ঠিক রাখার তাগিদ পরিকল্পনামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৮, ৯ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ২৩:৩৫, ৯ ফেব্রুয়ারি ২০১৭

প্রিন্ট:

উন্নয়ন কাজের গুণগতমান ঠিক রাখার তাগিদ পরিকল্পনামন্ত্রীর

ঢাকা : উন্নয়ন কাজের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার ঢাকায় শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে সরকারি ক্রয় কাজে সামাজিক দায়বদ্ধতা এবং নাগরিকদের সম্পৃক্ত করতে উপযুক্ত পরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ক ১১তম বৈঠকে তিনি এ কথা বলেন।

বক্তব্যে মন্ত্রী বলেন, ‘কাজের গুণগতমান যথাযথ থাকলে রক্ষণাবেক্ষণ ব্যয় অনেক গুণ হ্রাস পাবে, এতে দেশ উপকৃত হবে। সরকারি ক্রয় কাজে সামাজিক দায়বদ্ধতা এবং নাগরিকদের সম্পৃক্ত করতে করণীয় ঠিক করতে বিশেষজ্ঞদের পরামর্শ অবদান রাখবে।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘অনেকগুলো নীতি অনুসরণ করে প্রকল্প গ্রহণ করা হয়। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে প্রকল্পের অনুষঙ্গ সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সমীক্ষা করেই প্রকল্প প্রণয়ন করা হয়ে থাকে। বাস্তবায়নের ক্ষেত্রে যথাযথমান ঠিক রাখা হচ্ছে কিনা তা মনিটরে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। এই লক্ষ্যে প্রকল্প এলাকায় প্রকল্পের বিস্তারিত তথ্য সাইন বোর্ডে প্রদর্শন করতে হবে।’

পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ম. শেফায়েত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে ইআরডি সচিব শফিকুল আজম, সিপিটিইউ মহাপরিচালক ফারুক হোসাইন, বিশ্বব্যাংক প্রতিনিধি ড. জাফরুল ইসলাম এবং আইইবি প্রেসিডেন্ট প্রকৌশলী কবির আহমেদ ভুঁইয়া অন্যদের মধ্যে বক্তৃব্য রাখেন। এতে স্থানীয় সরকার মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় ও এফবিসিসিআইসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer