Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

আমেরিকাকে আমরা পরোয়া করি না : নাজিব রাজাক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৭, ২৩ ডিসেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আমেরিকাকে আমরা পরোয়া করি না : নাজিব রাজাক

ঢাকা : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, জেরুজালেম মুসলমানদের পবিত্র স্থান। এটি রক্ষার লড়াইয়ে আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্কের বিষয়টি গুরুত্বপূর্ণ নয়। তারা হয়তো পরাশক্তি হতে পারে। কিন্তু মালয়েশিয়া তার পরোয়া করে না।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর এক বিক্ষোভ সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়াতে অনুষ্ঠিত এ বিক্ষোভে সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদসহ অন্তত ১০ হাজার মানুষ অংশ নেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের অবস্থানে অটল রয়েছি। স্বাধীন ও স্বার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছি। বায়তুল মুকাদ্দাসকে (জেরুজালেমের আরবি নাম) আমরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখতে চাই।’

নাজিব রাজাক বলেন, ২০১৭ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরকালে ট্রাম্প আমাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। কিন্তু তা ইসলামের পবিত্রতা রক্ষার মূলনীতি থেকে আমাদের টলাতে পারবে না। কোনও অবস্থাতেই ইসলামের পবিত্রতা বিসর্জন দেওয়া হবে না।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, জেরুজালেম একদিন ফিলিস্তিনিদের হবে, মুসলমানদের হবে। এর জন্য আমরা সম্ভব সবকিছুই করবো।

তিনি বলেন, আমরা একটি সঙ্কুচিত ফিলিস্তিন চাই না। একটি সার্বভৌম ও মর্যাদাপূর্ণ ফিলিস্তিন রাষ্ট্র দেখতে চাই।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer