Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

আদালতকে হেয় করলে পরিণাম শুভ হয় না : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৭, ২৩ আগস্ট ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আদালতকে হেয় করলে পরিণাম শুভ হয় না : ফখরুল

ঢাকা : ক্ষমতাসীনদের উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আদালতকে হেয় করলে তার পরিণাম কখনো শুভ হয় না।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।  

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান ক্ষমতাসীনরা রায়ের কারণে বিচারবিভাগকে টার্গেটে পরিণত করে যে পরিবেশ সৃষ্টি করেছেন তা দেশ জাতি ও রাজনীতির জন্য এক অশনি সংকেত বলে আমরা মনে করি।’

তিনি বলেন, ‘দুঃখজনকভাবে আজ সরকার প্রধান যিনি তিনি বিচারবিভাগের বিরুদ্ধে বিষেদগার করছেন। বিচার বিভাগকে সরকারের মুখোমুখি এনে দাঁড় করিয়েছেন।’  

মির্জা ফখরুল বলেন, গতকাল (সোমবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট, বিচার বিভাগ, প্রধান বিচারপতির বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা বিচলিত ও হতবাক হয়েছি। 

তিনি বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) তার বক্তৃতায় বিচার বিভাগের বিরুদ্ধে জনগণকে উস্কে দেয়ার ব্যর্থ চেষ্টা করেছেন। এই দায়িত্বজ্ঞানহীনতা দেশের পরিস্থিতিকে আরও নৈরাজ্যকর করে তুলতে পারে।’

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘শেখ হাসিনা রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে পারস্পরিক সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছেন তা আগুন নিয়ে খেলার শামিল। ক্ষমতায় থেকে বিচার বিভাগ ও দেশের সর্বোচ্চ আদালতকে এভাবে হেয় করলে তার পরিণাম কখনো শুভ হয় না।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিস্টার মওদুদ আহমদও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।  

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer