Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

আজমল কবির ইন্দোনেশিয়ায় রাষ্ট্রদূত নিযুক্ত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:০৪, ২৪ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আজমল কবির ইন্দোনেশিয়ায় রাষ্ট্রদূত নিযুক্ত

ঢাকা : সরকার মেজর জেনারেল আজমল কবিরকে ইন্দোনেশিয়ায় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মেজর জেনারেল আজমল কবির ১৯৮৩ সালের ১০ জুন ইঞ্জিনিয়ারিং কোর-এ কমিশন প্রাপ্ত হন। তার দীর্ঘ ক্যারিয়ারে তিনি ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং এবং স্কুল অব ইনফেন্ট্রি এন্ড ট্যাকটিক্স-এর ইন্সট্রাক্টর হিসেবে কাজ করেন। তিনি বঙ্গবন্ধু সেতুতে রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং ৯৮ কম্পোজিট ব্রিগেড কমান্ড ছিলেন।

তিনি গাজীপুরে বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টেরীর কম্যান্ড্যান্ট হিসেবে কাজ করেন এবং বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তিনি বসনিয়া-হারজেগোভিনা, পূর্ব তিমুর ও লাইবেরিয়ায় জাতিসংঘ মিশনে কাজ করেছেন।

আজমল কবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলাদেশ মিলিটারি একাডেমী থেকে গ্রাজুয়েট হন এবং বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি করেন।

তিনি বিবাহিত এবং এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer