
ছবি-বহুমাত্রিক.কম
সুনামগঞ্জ : লন্ডন ভিত্তিক মমতা চ্যারিটি ট্রাষ্টের উদ্যোগে ছাতকে সুদবিহীন ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার নোয়ারাই ইউনিয়নের ছনখাইড় রাজারগাঁও গ্রামের গরীব-অসহায় মহিলাদের মাঝে সহজ কিস্তিতে ও বিনা জামানতে ৬ মাস মেয়াদে এসব ঋণ বিতরণ করা হয়।
মমতা চ্যারিটি ট্রাষ্টের পক্ষে বাংলাদেশের সমন্বয়ক সোয়েব আহমদ ১১ জন মহিলার হাতে ঋণের টাকা তুলে দেন। এসময় ট্রাষ্টের সদস্য চেরাগ আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ট্রাষ্টের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী এম আশরাফ হোসেন, চেয়ারম্যান মতিন চৌধুরীর বরাত দিয়ে সোয়েব আহমদ জানান, ভবিষ্যতে ঋণ গ্রহীতার পরিধি আরো বৃদ্ধি করা হবে। ইতিমধ্যে ছাতকের বিভিন্ন গ্রামের ১শ’ ৫০ জন মহিলাদের মাঝে মমতা চ্যারিটি ট্রাষ্টের ঋণ বিতরণ করা হয়েছে।
বহুমাত্রিক.কম