Bahumatrik Logo
 
১ ভাদ্র ১৪২৪, বুধবার ১৬ আগস্ট ২০১৭, ৭:১২ অপরাহ্ণ
Globe-Uro

মৌচাক মার্কেট বন্ধের আদেশ ৬ সপ্তাহের জন্য স্থগিত


০৭ জুন ২০১৬ মঙ্গলবার, ০৫:৩২  পিএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


মৌচাক মার্কেট বন্ধের আদেশ ৬ সপ্তাহের জন্য স্থগিত

ঢাকা : রাজধানী ঢাকার মালিবাগে মৌচাক মার্কেটের দোকানপাট বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি মির্জা হোসেইন হায়দার এ স্থগিতাদেশ দেন।

ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে তার দায়-দায়িত্বও দোকান মালিকদের নিতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়। 

আদালতে মৌচাক বণিক সমিতির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন ও ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস। ভবন মালিকদের পক্ষে করা রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোতাহার হোসেন।

আদেশের পর এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, হাইকোর্টের আদেশ ছয় সপ্তাহের জন্য চেম্বার আদালত স্থগিত করেছেন। এর ফলে ওই মার্কেটের দোকানপাট খোলা রেখে দোকান মালিকদের ব্যবসা পরিচালনায় আপাতত কোনো বাধা নেই।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Pushpadum Resort
Intlestore

আইন -এর সর্বশেষ

Hairtrade