Bahumatrik :: বহুমাত্রিক
 
১৯ অগ্রাহায়ণ ১৪২৮, শনিবার ০৪ ডিসেম্বর ২০২১, ৩:৫৫ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

কুষ্টিয়ায় আউটসোর্সিং প্রশিক্ষণের উদ্বোধন


২২ জুন ২০১৫ সোমবার, ১১:৫৫  পিএম

কুষ্টিয়া প্রতিনিধি

বহুমাত্রিক.কম


কুষ্টিয়ায় আউটসোর্সিং প্রশিক্ষণের উদ্বোধন

কুষ্টিয়া: কুষ্টিয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘ফ্রিল্যান্সার টু এন্টারপ্রেনর উন্নয়ন কর্মসূচি’ শীর্ষক ৫ দিনব্যাপি আউটসোর্সিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

সোমবার কুষ্টিয়া সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।

এসময় তিনি বলেন, সরকার ফ্রিল্যান্সারদের জন্য লজিস্টিক সাপোর্ট ও সুযোগ তৈরি করে দিচ্ছে। এই সুযোগ কাজে লাগানোর জন্য ফ্রিল্যান্সারদের মধ্যে উচ্চাকাঙ্খা ও কাজ করার মানসিকতা থাকতে হবে।

তিনি বলেন, মেহেরপুরের ২৫ বছরের তরুন ফ্রিল্যান্সার হীরক বর্তমানে ৮কোটি টাকার মালিক। সে ফ্রিল্যান্সারের কাজ করেই কোটি কোটি টাকার মালিক হয়েছেন। আউটসোর্সিং এর অভিজ্ঞতার জন্যই অষ্ট্রেলিয়ার ব্রেটলির ব্যবসায়িক পার্টনার হিসেবে তাকে অফার দিয়েছে।

গুরুকুল ইন্সটিউিটটের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মো: মুজিব-উল-ফেরদৌস।

প্রশিক্ষণ প্রদান করেন গুরুকুল ইন্সটিউিটটের কর্মকর্তা মোঃ তুহিন হোসেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।