Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩০ ১৪৩২, বুধবার ১৬ জুলাই ২০২৫

কর্মজীবী নারীদের ইমোজি বানালো গুগল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৬, ১২ মে ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কর্মজীবী নারীদের ইমোজি বানালো গুগল

ঢাকা: বিশ্বজুড়ে কর্মজীবী নারীদের আরও ভালো ভাবে উপস্থাপন করতে সার্চ জায়ান্ট গুগল নতুন ১৩টি ইমোজি বানিয়েছে। চলতি বছরের মাঝামাঝি সময়ে ইউনিকোড কনসোর্টিয়ামে এই ইমোজি`র ডিজাইন উপস্থাপন করা হবে। অনুমোদনক্রমে নতুন ইমোজি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

জাপানি ইমেজ (ছবি) এবং মোজি (অক্ষর) শব্দ দুটির সমন্বয়ে তৈরি ‘ইমোজি’ ২০১৩ সালে দ্য অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে যুক্ত করা হয়েছে। ১৬ থেকে ২৪ বছরের নারীদের ৮২ শতাংশ ইন্টারনেট যোগাযোগে ইমোজি ব্যবহার করে থাকেন। বিশেষ করে এই তরুণীদের জন্যই এই ইমোজিগুলো।

গুগলের নকশায় প্রযুক্তি, নির্মাণশিল্প, কৃষি এবং খাদ্য তৈরিতে নারী প্রতিকৃতি তুলে ধরা হয়েছে। চলতি বছরের ১০ জানুয়ারি প্রয়াত ইংরেজ গায়ক, গীতিকার, অভিনেতা ও প্রযোজক ডেভিড বাওয়ির স্মরণে নারী সংগীতজ্ঞ ইমোজি বানানো হয়েছে।

সম্প্রতি ইমোজি সার্চ ইঞ্জিন ইমোজিপিডিয়া চুলের রঙ এবং লিঙ্গ বাছাইয়ের এর সুবিধাও দিয়ে থাকে।

সুত্রঃ বিবিসি