Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

২৪ নভেম্বর শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৩, ১৪ নভেম্বর ২০২০

প্রিন্ট:

২৪ নভেম্বর শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ

বেক্সিমকো ঢাকা আর মিনিস্টার গ্রুপ রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে ২৪ নভেম্বর পর্দা উঠছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের। করোনা পরীক্ষা শেষে চলতি মাসের ২০ তারিখ বায়ো সিকিউরিটি বাবলে ঢুকবে দলগুলো। জানিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস।

করোনাকালে বিপিএলের পরিবর্তে আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। ২৪ নভেম্বর উঠছে পর্দা, পাঁচ দলের মধ্যে একটি দল বাদ যাবে গ্রুপ পর্ব থেকে।করোনার কথা চিন্তা করে শুধু হোম অব ক্রিকেট হবে ২৫ ম্যাচের সবগুলো। রানের জন্য উইকেট করা হবে ফ্ল্যাট।

২০ তারিখ থেকে বায়োবাবলে ঢুকবে দলগুলো। তার আগে হবে একাধিক দফায় হবে কোভিড পরীক্ষা। টুর্নামেন্ট চলাকালে ক্রিকেটারদের নিরাপত্তায় দেয়া হবে সর্বোচ্চ গুরুত্ব। তবে থাকছে না কোন দর্শক প্রবেশের সুযোগ। আর প্রাইজমানি নিয়ে সিদ্ধান্ত আসবে দু`একদিনের মধ্যেই।

এদিকে, এই টুর্নামেন্টের আগেই ঢাকায় ফিরছেন টাইগারদের কোচিং স্টাফরা। তবে কোন দলের হয়ে দায়িত্ব পালন করবেন না তারা, নিশ্চিত করেছেন জালাল ইউনুস।

আসরের ফাইনাল হবে ১৮ ডিসেম্বর। ফাইনাল ম্যাচের জন্য থাকছে রিজার্ভ ডে`ও।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer