Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

হাতিরঝিলে বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৬, ১৬ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

হাতিরঝিলে বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু

ছবি- সংগৃহীত

ঢাকা : অবশেষে ভাঙা হচ্ছে রাজধানীর হাতিরঝিলে অবস্থিত তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র বহুল আলোচিত ভবন।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একটি দল মঙ্গলবার সকাল থেকে অবৈধভাবে তৈরি এ স্থাপনাটি ভাঙার প্রস্তুতি শুরু করেছে।

ভবনটি অপসারণে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে রাজউক পরিচালক (অর্থ) খন্দকার অলিউর রহমান বলেন, আমরা তাদের (ভবনের অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান) মালামাল সরিয়ে নেয়ার জন্য দু’ঘণ্টা সময় দিয়েছি।

এর পরেই গ্যাস, বিদ্যুৎসহ অন্যান্য সেবার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে বলেও জানান তিনি।এদিকে সরেজমিনে দেখা যায়, আলোচিত এ ভবনটিকে ঘিরে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এর আগে সোমবার রাতে হাইকোর্টের আদেশে বিজিএমইএ ভবনটি ভাঙতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য হাতিরঝিলের প্রকল্প পরিচালককে চিঠি দেয় রাজউক।

এর আগে ২০১১ সালে বিজিএমইএ’র ১৬ তলা বিশিষ্ট এ ভবনটিকে ‘হাতিরঝিল প্রকল্পে একটি ক্যানসারের মতো’উল্লেখ করে তা ভেঙে ফেলার নির্দেশ দেয় হাইকোর্ট।

আদালতের এ আদাশের বিরুদ্ধে লিভ টু আপিল করে বিজিএমই কর্তৃপক্ষে ভবন ভাঙতে আরও এক বছর সময় দেয় আদালত। ওই সময় গত ১২ এপ্রিল শেষ হয়।

ইউ.এন.বি নিউজ 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer