Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

র‌্যাংকিংয়ে অবনমন সাকিবের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১১, ১৫ সেপ্টেম্বর ২০২১

প্রিন্ট:

র‌্যাংকিংয়ে অবনমন সাকিবের

৮ সেপ্টেম্বরের পর থেকে টি-টোয়েন্টিতে আইসিসির সেরা অলরাউন্ডার ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) প্রকাশিত র‌্যাংকিং হালনাগাদে অবনমন হয়েছে তার। শীর্ষস্থান থেকে তিনি নেমে গেছেন দুই নম্বরে। আফগানিস্তানের মোহাম্মদ নবী জায়গা করে নিয়েছেন সেরার পজিশনে। অন্যদিকে বোলিংয়ে উন্নতিও হয়েছে মুস্তাফিজুর রহমানের। দুই ধাপ এগিয়ে তিনি এখন অষ্টম স্থানে।

বুধবার সর্বশেষ হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। ২৮৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন নবী। সাকিবের রেটিং পয়েন্ট ২৭৫। স্কটল্যান্ডের রিচার্ড বেরিংটনের অবস্থান তিনে, তার রেটিং পয়েন্ট ১৯৪। এর আগের তার রেটিং পয়েন্ট ছিল ২৯১। আগের থেকে ৬ রেটিং পয়েন্ট কমেছে এই অলরাউন্ডারের।

অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। কিউইদের বিপক্ষে চতুর্থ ম্যাচে সিরিজ জয়ী অপরাজিত ৪৩ রান ও শেষ টি-টোয়েন্টিতে ২৩ রান করা মাহমুদউল্লাহর অলরাউন্ডার র‌্যাংকিংয়ে রেটিং পয়েন্ট ১৩০। ব্যাটিং র‌্যাংকিংয়েও উন্নতি হয়েছে মাহমুদউল্লাহর। তিন ধাপ এগিয়ে ২৯ নম্বর স্থানে চলে এসেছেন তিনি।

নিউজিল্যান্ড সিরিজে বাঁহাতি পেসার ফিজ নেন ৮টি উইকেট। দশম স্থান থেকে ৬২৬ রেটিং পয়েন্ট নিয়ে আটে উঠে আসেন মুস্তাফিজ। যেখানে ৯১১ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আর দুই ধাপ পিছিয়ে দশে নেমে গেছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি।
ব্যাটিং ও বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষ স্থানে কোনো পরিবর্তন আসেনি। ব্যাটিংয়ে আগের মতোই সবার শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের ডেভিড মালান। টি-টোয়েন্টির সেরা ব্যাটসম্যানের রেটিং পয়েন্ট ৮৪১। বাবর আজম আছেন সেরা দুইয়ে, পাকিস্তান অধিনায়কের রেটিং পয়েন্ট ৮১৯। বোলিংয়ে সেরা অবস্থানে প্রোটিয়া লেগ স্পিনার তাবরাইজ শামসি। তার রেটিং পয়েন্ট ৭৭৫। শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গা আছেন দুইয়ে। সর্বশেষ কয়েকটি সিরিজে বল হাতে দুর্দান্ত এ ক্রিকেটার। ৭১৯ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি তিনে অবস্থান করছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer