Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

রাশিয়ার বিরুদ্ধে তদন্ত করবে জাতিসংঘের মানবাধিকার সংস্থা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৫, ১৩ মে ২০২২

প্রিন্ট:

রাশিয়ার বিরুদ্ধে তদন্ত করবে জাতিসংঘের মানবাধিকার সংস্থা

ইউক্রেনে যেসব স্থান রাশিয়ার দখল করেছিল সেসব স্থানে রাশিয়া মানবাধিকার লঙ্ঘন করেছিল কিনা সে বিষয়টি তদন্ত করতে বৃহস্পতিবার একটি রেজ্যুলেশন পাস করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা।

জেনেভায় বৃহস্পতিবার বিশেষ অধিবেশনের আয়োজন করে জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠানটি।

এ অধিবেশনে রাশিয়ার বিরুদ্ধে ওঠা ধর্ষণ, বেসামরিক লোকদের হত্যা, নির্যাতন এবং গুম করার অভিযোগ গুলো শোনা হয়।ইউক্রেনের অনুরোধে বিশেষ এ অধিবেশনের আয়োজন করে মানবাধিকার সংস্থা।

এদিকে গত মাসে রাশিয়াকে এ মানবাধিকার সংস্থা থেকে বহিস্কার করা হয়।রাশিয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার যে রেজ্যুলেশনটি পাস করা হয়েছে সেটির পক্ষে ভোট দিয়েছে ৩৩টি সদস্য। দুটি দেশ বিপক্ষে ভোট দিয়েছে। আর ভোট দানে বিরত ছিল ১২টি দেশ।

যে দুটি দেশ এ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে তার একটি হলো চীন।রাশিয়ার বিরুদ্ধে এ প্রস্তাব পাস হওয়ার পর এর তীব্র সমালোচনা করেছেন চীনের দূত চেন শু। তিনি বলেছেন, মানবাধিকার সংস্থাকে রাজনীতিকরণ করে ফেলা হয়েছে।

তিনি হুশিয়ারি দিয়েছেন, এমন সিদ্ধান্ত দ্বন্দ্ব আরও উসকে দিতে পারে।

অন্যদিকে রাশিয়ার দূত গেনাডি গাতিলোভ সমালোচনা করে বলেছেন, সত্যটা জানার বদলে রাশিয়াকে খারাপ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে জাতিসংঘ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer