Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৪ ১৪৩১, বুধবার ০৮ মে ২০২৪

রাঙামাটিতে ২ জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫০, ১৮ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

রাঙামাটিতে ২ জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) দুই কর্মীকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মারিশ্যা ইউনিয়নের দুর্গম নবছড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- রিপেল চাকমা (২৫) ও বর্ষণ চাকমা (২৪)। এরা দুইজনই জনসংহতি সমিতির (এমএন লারমা) কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) বাঘাইছড়ি উপজেলার সাধারণ সম্পাদক জ্ঞান জীবন চাকমা জানান, ‘মঙ্গলবার মধ্যরাতে রিপেল চাকমা ও বর্ষণ চাকমা বাসায় যাওয়ার পথে সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র গ্রুপের সামনে পড়লে তারা দু’জনকে হত্যা করে। মূলত এরা দু’জন আমাদের দলকে সাপোর্ট করার দায়ে সন্তু লারমার লোকজন তাদের হত্যা করে।’

এ বিষয়ে কথা বলতে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (জেএসএস) সাথে যোগাযোগ করা হলে কারো বক্তব্য পাওয়া যায়নি।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো আবুল মনজুর জানান, ‘যেখানে ঘটনা ঘটেছে সেই এলাকাটি খুবই দুর্গম। পুলিশ লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।’

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ছুফিউল্লাহ জানান, ‘জনসংহতি সমিতির (এমএন লারমা) দুই সমর্থককে হত্যার ঘটনা জেনেছি। এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।’

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer