Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৭ ১৪৩১, বৃহস্পতিবার ০২ মে ২০২৪

ফের অশান্ত মিয়ানমার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১১, ২৩ সেপ্টেম্বর ২০২১

প্রিন্ট:

ফের অশান্ত মিয়ানমার

ভারত সীমান্তবর্তী মিয়ানমারের চীন রাজ্যের থান্টলাং শহরে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে গেরিলাদের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।তীব্র গোলাগুলির কারণে শহরের বেশ কয়েকটি ঘরবাড়িতে আগুন লেগে যায়।

সংঘর্ষের পর এরইমধ্যে এলাকাটি ছেড়ে পালিয়েছেন ৫ হাজারের বেশি মানুষ। অনেকেই আশ্রয় নিয়েছেন ভারতের মিজোরাম রাজ্যে।প্রায় ১০ হাজার মানুষের শহর থান্টলাং। তবে বুধবারের সহিংসতার পর বদলে গেছে পুরো শহরের চেহারা। এলাকা ছেড়ে পালিয়ে গেছেন অর্ধেকের বেশি মানুষ।

মিয়ানমার নাউ পোর্টাল জানায়, একটি বাড়িতে আগুন নেভাতে গেলে এক খ্রিস্টান যাজককে গুলি করে হত্যা করে সেনারা।মিয়ানমারের দ্য গ্লোবাল নিউ লাইট জানিয়েছে, যাজকের হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত চলছে।

স্থানীয় এক কমিউনিটির নেতা সালাই থ্যাং বলেন, সংঘর্ষে এ পর্যন্ত চার বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।এদিকে দ্য চীন প্রতিরক্ষা বাহিনী নামের একটি সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে, তাদের হামলায় এ পর্যন্ত ৩০ সেনা নিহত হয়েছেন।

অং সান সু চির সরকারকে উৎখাত করে গেল ১ ফেব্রুয়ারি সামরিক শাসন জারি করা হয় মিয়ানমারে।

সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ, ধর্মঘট ও প্রতিবাদ অব্যাহত রেখেছে সাধারণ মানুষ। পাশাপাশি গড়ে উঠেছে জান্তা-বিরোধী সশস্ত্র গোষ্ঠীও। যাদের সাথে মাঝে মধ্যেই সংঘর্ষে জড়ায় দেশটির সেনাবাহিনী।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer