Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

পাবজিসহ ৮ ই-স্পোর্টস যুক্ত হচ্ছে ২০২২ সালের এশিয়ান গেমসে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪২, ৯ সেপ্টেম্বর ২০২১

প্রিন্ট:

পাবজিসহ ৮ ই-স্পোর্টস যুক্ত হচ্ছে ২০২২ সালের এশিয়ান গেমসে

২০২২ সালের ১৯তম এশিয়ান গেমসে যুক্ত হচ্ছে আটটি ই-স্পোর্টস ইভেন্ট। বাংলাদেশে জনপ্রিয় গেম পাবজিও আছে এই তালিকায়। আটটি মেডেল ইভেন্ট ছাড়াও প্রদর্শনী হিসেবে আরো দুইটি গেম যুক্ত হবে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।

১৯তম এশিয়ান গেমস আয়োজিত হবে চীনের হাংঝু শহরে। ৮টি মেডেল ইভেন্টের গেম হচ্ছে, পাবজি মোবাইল, এরেনা অব ভ্যালর, লিগ অব লিজেন্ডস, ডোটা ২, ড্রিম থ্রি কিংডমস ২, ইএ স্পোর্টস ফিফা ব্র্যান্ডেড সকার গেমস, হার্থস্টোন এবং স্ট্রিট ফাইটার ৫।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer