Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

দেশের উদ্দেশে কাঠমান্ডু ত্যাগ রাষ্ট্রপতির

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৯, ১৫ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

দেশের উদ্দেশে কাঠমান্ডু ত্যাগ রাষ্ট্রপতির

ঢাকা : রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ নেপালের তাঁর ৪ দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ বিকেলে দেশের উদ্দেশে কাঠমান্ডু ত্যাগ করেছেন।

রাষ্ট্রপতি ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত উড়োজাহাজ (ফ্লাইট নং বিজি ০০৭০) আজ বিকেল ৪টা ৫৮ মিনিটে কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী এবং নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস ও নেপাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মো. আব্দুল হামিদের এটা প্রথম নেপাল সফর।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ৪৮ বছরে বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধানই নেপাল সফর করেননি।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ গত ১২ নভেম্বর কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর স্ত্রী রাশিদা খানম, তার ছেলে রেজওয়ান আহমদ তওফিক এমপি, হুইপ আতাউর রহমান আতিক, এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক এবং বঙ্গভবন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

রাষ্ট্রপতিকে বহনকারী উড়োজাহাজটি সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer