Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

তিন উইকেটের পতনে চাপে বাংলাদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৮, ১১ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

তিন উইকেটের পতনে চাপে বাংলাদেশ

ছবি- সংগৃহীত

ঢাকা :জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দলীয় ২৬ রানের মাথায় বাংলাদেশ দলের তিন উইকেটের পতন হয়েছে। একে একে সাজঘরে ফিরে গেছেন ইমরুল কায়েস, লিটন দাস ও মোহাম্মদ মিঠুন। জিম্বাবুয়ের পক্ষে কাইল জার্ভিস দুটি ও ত্রিপানো একটি উইকেট পেয়েছেন।

দলীয় ১৩ রানের মাথায় প্রথম উইকেটের পতন হয়। ব্যক্তিগত শূন্য রাতে সাজঘরে ফেরেন ইমরুল কায়েস। এরপর দলীয় স্কোরে মাত্র তিন রান যোগ হওয়ার পরেই জার্ভিসের বলে ব্রান্ডন মাভুটার হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ লিটন দাস। সফলতার দেখা পাননি অভিষেক হওয়া মোহাম্মদ মিঠুনও। ত্রিপানোর বলে ব্রেন্ডন টেইলরের হাতে ক্যাচ দেয়ার আগে ব্যক্তিগত খাতায় কোনো রান যোগ করার সৌভাগ্য হয়নি তার।

সফররত জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। রবিবার সকাল নয়টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি মাঠে গড়ায়। দলে একটি পরিবর্তন আনা হয়েছে।

সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে হারটা সামপ্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় হতাশার অধ্যায়। দুই ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে এখন ভীষণ চাপে বাংলাদেশ। আর তাতেই দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা স্বাগতিকদের। সিরিজ হার এড়াতে এই টেস্টে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।

গতকাল এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, মিরপুর টেস্টে জয় পেতে নিজেদের সেরাটা নিংড়ে দিতে চায় বাংলাদেশ। ব্যাটিং দুর্দশা কাটিয়ে প্রতিপক্ষকে শক্তভাবে জবাব দিতে চান মাহমুদউল্লাহ-মুশফিকরা।

মাহমুদউল্লাহ বলেন, ‘আমাদের এখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মত অবস্থা। আমাদের শক্তভাবে ফিরে আসতে হবে। এখানে অন্য কোন সুযোগ নেই।’

জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের লজ্জা এড়াতে দলের সবাই একাট্টা। অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় আমাদের দেশের প্লেয়াররা সবসময় সামথ্যের্র ১০০ ভাগ দিয়েই খেলে। এই টেস্টে আমরা ১২০ ভাগ দিয়ে খেলব।’

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer