Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ঢাবি অধিভুক্ত সাত কলেজে ভর্তি পরীক্ষা শুরু ৯ নভেম্বর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৪, ৮ নভেম্বর ২০১৮

আপডেট: ১০:৩৯, ৮ নভেম্বর ২০১৮

প্রিন্ট:

ঢাবি অধিভুক্ত সাত কলেজে ভর্তি পরীক্ষা শুরু ৯ নভেম্বর

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ৯ নভেম্বর শুক্রবার থেকে শুরু হচ্ছে।

আগামী ৯ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা মোট ১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ ইউনিটে ৬ হাজার ৫শ’ আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩১ হাজার ৮০৪জন।

কেন্দ্রগুলো হলো-সরকারী তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারী মহিলা কলেজ, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ড. শহীদুল্লাহ কলেজ, গার্হস্থ্য অর্থনীতি করেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ এবং লালবাগ সরকারি মডেল স্কুল ও কলেজ।

উল্লেখ্য, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর শনিবার এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৬ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য www.7college.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer