Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু

ছবি- সংগৃহীত

ঢাকা : দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক শিক্ষার্থীরা নিজ নিজ হলের প্রাধ্যক্ষের কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মু. সামাদ বলেন, মঙ্গলবার থেকে হলগুলোতে প্রাধ্যক্ষরা মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছেন। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ চলবে। আশা করছি উৎসব মুখর পরিবেশ শিক্ষার্থীরা মনোনয়ন ফরম কিনবে।

এদিকে সকালে কয়েকটি হল ঘুরে দেখা যায়, এখনো পর্যন্ত দলীয়ভাবে কোনো প্রার্থী মনোনয়ন কিনেননি। তবে কয়েকটি হলে কয়েকজন শিক্ষার্থী পৃথকভাবে মনোনয়ন সংগ্রহ করেছেন।

১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer