Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ট্রেনে চড়ে ঢাকায় ঢুকছে গরু-ছাগল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৭, ১৭ জুলাই ২০২১

আপডেট: ১৯:২৯, ১৭ জুলাই ২০২১

প্রিন্ট:

ট্রেনে চড়ে ঢাকায় ঢুকছে গরু-ছাগল

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনের জন্য রেলওয়ে কর্তৃক পরিচালিত ‘ক্যাটল স্পেশাল’ নামে একটি ট্রেন চালু হয়েছে। এই বিশেষ ট্রেন সার্ভিস ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে।

শনিবার রাজশাহী স্টেশন থেকে এই ট্রেনের উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ।

এদিন বিকেল সাড়ে ৪টায় চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসে ট্রেন। রেলওয়ে সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে চারটি ওয়াগনে মোট ৮০টি গরু, রাজশাহী স্টেশন থেকে ১টি ওয়াগনে ২০টি গরু এবং বড়াল ব্রিজ স্টেশনে ১টি ওয়াগনে ১০০ টি ছাগল বুক হয়েছে। ভাড়া আদায় হয়েছে ৬৮ হাজার ৩৮০ টাকা।

দেওয়ানগঞ্জবাজার স্টেশন ও ইসলামপুর স্টেশন থেকে মোট ৭৩৬টি গরু ও ২০টি ছাগল বুক করে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনে পরিবহন করা হচ্ছে। পশুবাহী ৪৫-৫০ টি ওয়াগন রোববার  ভোর ৭টার মধ্যে কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর কথা রয়েছে।

কোরবানির আর মাত্র তিন দিন বাকি। লকডাউন শিথিল করায় দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে পশুর হাট। তবে হাটে স্বাস্থ্যবিধি উপেক্ষিত। দূর-দূরান্ত থেকে বিক্রেতারা দর্শনীয় বড় বড় গরু নিয়ে এলেও কাঙ্ক্ষিত ক্রেতা পাচ্ছেন না। আবার ক্রেতারাও সাধ্যের মধ্যে পাচ্ছেন না পছন্দের গরু।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer