Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

টোকিও অলিম্পিক থেকে আর্চার রোমান-দিয়া জুটির বিদায়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৬, ২৪ জুলাই ২০২১

প্রিন্ট:

টোকিও অলিম্পিক থেকে আর্চার রোমান-দিয়া জুটির বিদায়

প্রথম দুই সেটে না পারলেও তৃতীয় সেটে জমজমাট লড়াই করল রোমান সানা-দিয়া সিদ্দিকী জুটি। কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠা যায়নি। রিকার্ভ মিশ্র দ্বৈতের কোয়ার্টার-ফাইনালের আগে ছিটকে গেছে বাংলাদেশ।

শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে হেরে হতাশায় টোকিও অলিম্পিক শুরু হলো দেশ সেরা এই দুই আর্চারের।

ইউমেনোশিমা ফিল্ডে শনিবার রিকার্ভ মিশ্র দ্বৈতের কোয়ার্টার-ফাইনালে ওঠার ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ সেট পয়েন্টে হারে বাংলাদেশ।দক্ষিণ কোরিয়ার হয়ে খেলেন আন সান-কিম জে ডিওক জুটি।

প্রথম সেটে কোরিয়া স্কোর করেছে ৩৮, বাংলাদেশ ৩০। দ্বিতীয় সেটে কোরিয়া করেছে ৩৫, বাংলাদেশ ৩৩। তৃতীয় সেটে ভালোই ফাইট দিয়েছিল রোমানরা। কোরিয়ার ৩৯ এর বিপরীতে বাংলাদেশ করেছিল ৩৮।

কিন্তু তাতে ফেরার কোনো সুযোগ ছিল না। পরপর তিন সেট হারার পরই বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশের।

৬-০ সেট পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে পরের রাউন্ডে উঠে গেছে কোরিয়ান দুই আর্চার।

রোমান-দিয়া জুটিকে নিয়েই টোকিওর আসরে প্রত্যাশা বেশি বাংলাদেশের। কিন্তু তাদের মিশ্র দ্বৈতের শুরুটা ভালো হলো না মোটেও। এখনও দুজনের ব্যক্তিগত ইভেন্টের খেলা বাকি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer