Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

জবিতে অনলাইন পরীক্ষার তারিখ নিয়ে যা বললেন উপাচার্য

জবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:১০, ১৪ মে ২০২১

প্রিন্ট:

জবিতে অনলাইন পরীক্ষার তারিখ নিয়ে যা বললেন উপাচার্য

অনলাইনে পরীক্ষার বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। পরীক্ষার বিষয়ে ঈদের পর একাডেমিক কাউন্সিলের বৈঠক থেকে আসবে সিদ্ধান্ত। বৃহস্পতিবার (১৩ মে) সাংবাদিকদের সাথে মুঠোফোন আলাপে একথা জানান বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘অনলাইনে না অফলাইনে পরীক্ষা হবে এটির বিষয়ে সিদ্ধান্ত হবে ঈদের পর একাডেমিক কাউন্সিলের সভায়। একা একা সিদ্ধান্ত নেওয়া যাবেনা। শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থ চিন্তা করেই আমরা সিদ্ধান্ত নিব।’

এরআগে সকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও উপাচার্য পরিষদের বৈঠকে বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইন পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীরা কিংবা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল না চাইলে অনলাইনে পরীক্ষা আয়োজন করা যাবে না।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer