Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

চলতি মাসেই আরো দু’দফা বৃষ্টির সম্ভাবনা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৮, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

চলতি মাসেই আরো দু’দফা বৃষ্টির সম্ভাবনা

ঢাকা : পশ্চিমা লঘুচাপের প্রভাবে ভোর থেকে রাজধানীতে দমকা হাওয়া ও সেইসঙ্গে বৃষ্টি হয়েছে। প্রথম দফায় বৃষ্টির পর দ্বিতীয় দফার বৃষ্টিতে শুরু হয় শিলাবৃষ্টি। হঠাৎ বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েন অফিসগামী সাধারণ মানুষসহ শিক্ষার্থীরা।

হঠাৎ বৃষ্টিতে অমর একুশে গ্রন্থমেলার স্টলগুলোর ক্ষতি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসেই আরও দু’দফা বৃষ্টি হতে পারে।

ফাগুনের এই মাতাল হাওয়ায় আজ আকাশের মন ভালো নেই। তাইতো সকাল থেকেই গুমড়ো মুখো আকাশ চারদিক অন্ধকার করে বৃষ্টি হয়ে ঝরেছে। সেই সঙ্গে কিছু সময়ের দমকা ঝড়ো হাওয়া ও শিলা বৃষ্টিতে অপ্রস্তুত রাজধানীবাসী কাজের প্রয়োজনে ঘরে থেকে বের হয়েই বিপাকে পড়েছেন।

আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘু চাপের প্রভাবেই এই মাসে আরো দুই দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।বৃষ্টির কারণে আজ রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer