Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার প্রয়াণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:২৯, ২৫ নভেম্বর ২০২০

প্রিন্ট:

কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার প্রয়াণ

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা মারা গেছেন বলে আর্জেন্টিনার সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে। বুধবার হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। 

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত ‘৮৬ বিশ্বকাপ কিংবদন্তি বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন। বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, আর্জেন্টিনার সাবেক এই ফুটবল মিডফিল্ডার এবং ম্যানেজার ম্যারাডোনার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে চলতি মাসের গোড়ার দিকে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল।

সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ এই ফুটবলারের অধিনায়কত্বে আর্জেন্টিনা ১৯৮৬র ফুটবল বিশ্বকাপ জেতে। তিনি বার্সেলোনা এবং নেপোলির মতো ক্লাবেও খেলেছেন। মারাডোনাকে গত ৫০ বছরে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকাদের একজন বলে গণ্য করা হয়। তবে কেরিয়ারের একটা বড় সময় জুড়ে তিনি মাদকের সমস্যা এবং ভগ্ন স্বাস্থ্য নিয়ে ভুগেছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer