Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

আমাকে কি আমন্ত্রণ জানানো হবে : মোদিকে ট্রাম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৮, ২৩ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

আমাকে কি আমন্ত্রণ জানানো হবে : মোদিকে ট্রাম্প

ঢাকা : ভারতে যাওয়ার আমন্ত্রণ পাবেন কি না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে জানতে চাইলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাউস্টনে ভিড়ে ঠাসা অনুষ্ঠানে, ৫০ হাজার দর্শকের উস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট মোদিকে জিজ্ঞাসা করেন, ভারতে প্রথমবার জাতীয় বাস্কেটবল অ্যাসোসিয়েশন (NBA) আয়োজিত ম্যাচে প্রধানমন্ত্রী মোদি তাকে আমন্ত্রণ জানাবেন কিনা?

উত্তর আমেরিকার স্পোর্টস লিগের এটি প্রথম খেলা, যা ভারতে অনুষ্ঠিত হবে। ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারত যাতে সবচেয়ে ভালো পণ্য পায়, সে ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। শিগগিরই, ভারত জাতীয় বাস্কেটবল অ্যাসোসিয়েশন পাবে। মুম্বাইয়ে প্রথম বাস্কেটবল প্রতিযোগিতা দেখতে হাজির হবেন বহু মানুষ। আমাকে কি আমন্ত্রণ জানানো হবে?

এ সময় ট্রাম্প বলেন, ‘অবাক হবেন না, আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি, আমি আসতে পারি।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ৫০ হাজার ভারত-মার্কিন নাগরিক, কোনো বিদেশি নেতার জন্য এটা সবচেয়ে বেশি জমায়েতের অনুষ্ঠান। এরমধ্য দিয়ে ভারত-মার্কিন সম্পর্কে আরো ঝালিয়ে নেয়ার সুযোগ পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে উপস্থিত ছিলেন বহু বিদেশি দর্শক, হাউডি মোদি অনুষ্ঠানে আসার তার রাজনৈতিক কারণ রয়েছে, বলে জানাচ্ছে ওয়াশিংটন পোস্ট। রিপোর্টে বলা হয়েছে, ২০২০ সালে ডেমোক্র্যাটসরা বড় ভূমিকা পালন করবে...এ সভা...ইন্দো-আমেরিকান ভোটারদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ডোনান্ড ট্রাম্প। পরের বছর প্রেসিডেন্ট নির্বাচনে তা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer