Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রে নৌবাহিনীর বিমান বিধ্বস্ত: দুই পাইলট নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৯, ২৪ অক্টোবর ২০২০

প্রিন্ট:

যুক্তরাষ্ট্রে নৌবাহিনীর বিমান বিধ্বস্ত: দুই পাইলট নিহত

যুক্তরাষ্ট্রের আলাবামায় নৌবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে এর দুই পাইলট নিহত হয়েছে।স্থানীয় সময় শুক্রবার বিকাল ৫ টার দিকে দুই আসনবিশিষ্ট ওই বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির নৌবাহিনী।

নৌবাহিনীর মুখপাত্র কমোডর জ্যাচেরি হ্যারেল জানান, প্রশিক্ষণ বিমানটি ফ্লোরিডার বিমানঘাঁটি থেকে উড্ডয়ণের ৯০ মিনিট পর আলাবামায় এসে বিধ্বস্ত হয়। টি-৬বি মডেলের ওই বিমানটি আলাবামার ফলে এলাকায় বিধ্বস্ত হলে এর দুই পাইলট নিহত হন। তবে এ ঘটনায় স্থানীয় লোকজন হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।