Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

ভেনিজুয়েলায় ডিসেম্বরে পার্লামেন্ট নির্বাচন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৮, ১ জুলাই ২০২০

প্রিন্ট:

ভেনিজুয়েলায় ডিসেম্বরে পার্লামেন্ট নির্বাচন

ফাইল ছবি

ভেনিজুয়েলায় বিরোধী দলের নিয়ন্ত্রণে থাকা একমাত্র প্রতিষ্ঠান ন্যাশনাল অ্যাসেম্বলি পুনর্গঠনে দেশটিতে আগামী ডিসেম্বর মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার নির্বাচন কর্তৃপক্ষ একথা জানায়।

সম্প্রতি নিয়োগ পাওয়া ন্যাশনাল ইলেক্টোরাল কাউন্সিলের প্রেসিডেন্ট ইন্দিরা আলফোঞ্জ বলেন, প্রার্থীরা বর্ধিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ অ্যাসেম্বলির আসন সংখ্যা ১৬৭ থেকে বাড়িয়ে ২৬৭ করা হয়েছে।

এ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে স্বচ্ছতার সর্বনিম্ন শর্তগুলো পূরণ না করে নির্বাচন করতে চাওয়ায় বিরোধী দলের নেতৃত্বে থাকা জুয়ান গুয়াইদো প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে অভিযুক্ত করেন। উল্লেখ্য, বিশ্বের

প্রায় ৬০টি দেশ ভেনিজুয়েলার অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে গুয়াইদোকে স্বীকৃতি দিয়েছে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer