Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৩ ১৪৩২, শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫

করোনা ভাইরাস : রাশিয়াকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে ব্রাজিল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২২, ২৩ মে ২০২০

প্রিন্ট:

করোনা ভাইরাস : রাশিয়াকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে ব্রাজিল

প্রাণঘাতী করোনা ভাইরাসের নতুন হট স্পট লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। শুক্রবার দেশটিতে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৯৬৯ জন। বর্তমানে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৩২ হাজার ৩৮২ জন। এর মধ্য দিয়ে রাশিয়াকে (৩ লাখ ২৬ হাজার ৪৪৮) পেছনে ফেলে মোট আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আমেরিকার দেশটি।

তাদের সামনে রয়েছে কেবল মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে শুক্রবার এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৬ লাখ ৪৫ হাজার ৯৪ জন। মৃতের সংখ্যা ৯৭ হাজার ৬৪৭।

ব্রাজিলে মারা গেছে ২১ হাজার ১১৬ জন। গেল ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে ৯৬৬ জন।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৩ লাখ ৩ হাজার ৯৯২ জন। মৃতের সংখ্যা ৩ রাখ ৪০ হাজার ৩ জন। সুস্থ হয়ে ওঠার সংখ্যা ২১ লাখ ৫৮ হাজার ৫৬২ জন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables