Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২০ ১৪৩১, শনিবার ০৪ মে ২০২৪

মন্দিরে কয়েন বিতরণে হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত ৭

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৪, ২২ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

মন্দিরে কয়েন বিতরণে হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত ৭

ভারতের তামিলনাড়ুর একটি মন্দিরে কয়েন বিতরণের উৎসবকে কেন্দ্র করে ভিড়ে পদদলিত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া এতে গুরুতর আহত হয়েছেন আরো ১২ জন। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, রোববার তামিলনাড়ুর তিরুচিরাপল্লির কাছে মুথাইয়াপালায়াম গ্রামে একটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, মুথাইয়াপালায়াম গ্রামের কারুপ্পাস্বামী মন্দিরে বাৎসরিক চিথিয়া পৌরনামি অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন কয়েকশো মানুষ। মন্দিরের পদিকাসু অনুষ্ঠান (এই অনুষ্ঠানে ভক্তদের মধ্যে কয়েন বিতরণ করা হয়) শুরু হতেই তুমুল হুড়োহুড়িতে পদদলিত হয়ে সাতজন মারা যান।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবরে বলা হয়েছে। এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ওই রাজ্যের মুখ্যমন্ত্রী পালানিস্বামী শোক প্রকাশ করেছেন। এছাড়া নিহতদের পরিবার পিছু ২ লাখ টাকা দেয়ার কথা ঘোষণা করেছেন মোদি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer