Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৩ ১৪৩২, মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫

সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৪, ২৩ জুন ২০২৫

প্রিন্ট:

সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা শুরু

ছবি- সংগৃহীত

সিরিয়ায় একটি মার্কিন সামরিক ঘাঁটিতে আক্রমণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।সোমবার ‘ওয়াকিবহাল সূত্র’ এ তথ্য জানিয়েছে বলে উল্লেখ করা হয়েছে ইরানের আধা-সরকারি মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে।

মেহের নিউজের প্রতিবেদন মতে, সূত্রগুলো জানিয়েছে, সিরিয়ার পশ্চিম হাসাকা প্রদেশের একটি এলাকায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে। 

বলা হচ্ছে, এই হামলার পর প্রধান প্রবেশপথে (মার্কিন সামরিক ঘাঁটির) কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।তবে কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি।

এর আগে এক প্রতিবেদনে জানা যায়, ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলার পরিকল্পনা করছে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো।